বগুড়ায় করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৭
বগুড়ায় করোনায় তিনজন এবং উপসর্গে সাতজন মারা গেছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা মারা যান।
করোনায় মারা যাওয়া তিনজন হলেন ধুনটের হুমায়ুন কবীর (৪৮), সদরের আকতারুজ্জামান (৭০) এবং কাহালুর চাঁন মিয়া (৭৫)।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় শজিমেকের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। এদের মধ্যে সদরের ২৭, গাবতলীর পাঁচ, শিবগঞ্জের চার এবং নন্দীগ্রামের একজন রয়েছে। এ ছাড়া একই সময়ে ১৪৪ জন সুস্থ হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক আজ অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতির এ তথ্য জানান।
ডা. সাজ্জাদ জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ হাজার ১০৪ জন এবং ৫২৬ জন মারা গেছে। বর্তমানে জেলায় দুই হাজার চারজন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।