বগুড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
বগুড়ার ধুনট উপজেলায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে গর্তের পানিতে পড়ে ছোয়াদ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আড়কাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছোয়াদ হোসেন (২) উপজেলার শৈলমারি গ্রামের রাসেল মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোয়াদ হোসেন আজ সকালের দিকে মায়ের সঙ্গে আড়কাটিয়া গ্রামে নানা মুঞ্জিল হোসেনের বাড়িতে বেড়াতে যায়। এদিকে কয়েক দিনের বৃষ্টিতে বাড়ি পাশে একটি গর্তে পানি জমে আছে। ছোয়াদ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ওই গর্তের পানিতে খেলতে নামে। এ সময় পা ফসকে পিছলে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে। পরে অনেক খোঁজাখুজির পর স্বজনরা গর্তের পানি থেকে ছোয়াদের ভাসমান মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ছোয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, ছোয়াদ হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তাকে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।