বগুড়ায় পুলিশ সদস্যের লাঠির আঘাতে প্রতিবেশী গৃহবধূর মৃত্যু
বগুড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পুলিশ সদস্যের লাঠির আঘাতে গৃহবধূ নাহার নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। আজ দুপুরে নিহত নাহার ধানকাটা শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পুলিশ সদস্য আবেদুর রহমান মিস্টার ও তাঁর তিন সহযোগী তাঁর পথ রোধ করেন। পরে পাশের আমবাগানে নিয়ে গিয়ে মাথায় লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাঁকে গুরুতর আহত করে ফেলে রেখে তারা পালিয়ে যান। এরপর তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
জানা গেছে পুলিশ সদস্য আবেদুর রহমান মিস্টারের সঙ্গে প্রতিবেশী পলাশের দুই শতক জমি নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে বিরোধ চলে আসছে। সেই জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটে।
ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে।