বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ১০
বগুড়ার শেরপুর উপজেলার কলেজ গেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন। আজ রোববার ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী এস আর পরিবহণের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালক ও সহকারীসহ ছয়জন নিহত হয়। এ ছাড়া আহত হয় আরো ১০ জন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া হাইওয়ে পুলিশের জ্যেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসপি) রায়হান ইবনে রহমান জানান, ট্রাকের গতি বেশি থাকায় এবং রাস্তায় চার লেনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল ৮ থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।