বগুড়া বিমানবন্দর পরিদর্শন করল প্রতিনিধি দল
বাণিজ্যিকভাবে বিমান চালুর বিষয়ে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বগুড়ার এরুলিয়া বিমানবন্দর পরিদর্শন করে।
উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া। এ জেলার সঙ্গে দেশের প্রতিটি জেলার সড়ক ও রেলপথের যোগাযোগ ব্যবস্থা থাকলেও দীর্ঘ বছরেরও চালু হয়নি বিমানবন্দর।
অবকাঠামো নির্মাণের প্রায় দুই যুগ পর পর এবার বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি কমিটি। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ কমিটি গঠন করে।
গতকাল কমিটির সদস্যরা সদর উপজেলার এরুলিয়া এলাকায় বিমানবন্দর পরিদর্শন করতে বগুড়ায় আসে। এ সময় বেসরকারি বিমান চলাচলাচল কর্তৃপক্ষের যুগ্ম সচিব ইসরাত জাহান পান্নাসহ পাঁচ সদস্যের একটি টিম পরিদর্শন করে। এ ব্যাপারে পরে তারা প্রতিবেদন দাখিল করবে।
এর আগে চলতি বছরের বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে একটি কমিটি গঠন করে বেসরকারি বেবিচক। প্রতিনিধি দল বগুড়ায় বিমান চলাচলের সম্ভব্যতা যাচাই করে। এ সময় তারা দেখে, এই অবকাঠামো দিয়ে বিমান চলাচল করা সম্ভব কি না, বিমান চলাচলে আরও জায়গার প্রয়োজন হবে কি না।
উল্লেখ্য, ১৯৯৬ সালে এক প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় সব অবকাঠামো নির্মাণ শুরু হয়। ২০০০ সালের দিকে এ প্রকল্পের কাজ শেষ হয়। কিন্তু বাণিজ্যিকভাবে বিমান আর উড়েনি।
বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, ‘বগুড়ার বিমানবন্দর চালু করতে কয়েকবার সংসদে কথা বলেছি। পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে বিমানবন্দর চালু করার বিষয়ে যুক্তি উপস্থাপন করি। তিনি আমার কথায় বগুড়ায় বিমানবন্দর চালু করার গুরুত্ব বুঝতে পারেন। পরবর্তীতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে একটি লিখিত প্রস্তাবনা পাঠাই।’