বগুড়া সদরে কঠোর বিধিনিষেধে দোকানপাট বন্ধ, চলাচল সীমিত
বগুড়া সদর উপজেলায় কঠোর বিধিনিষেধের মধ্যে শপিংমল, দোকানপাটসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আজ শনিবার বিধিনিষেধ বাস্তবায়নের সপ্তম দিনে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ দল শহরজুড়ে টহল দিচ্ছে।
আজ সকালে সরেজমিনে দেখা গেছে, শহরের ফুটপাতের ভ্রাম্যমাণ সব দোকান বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল রয়েছে।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন দুপুরে জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬ জন আক্রান্ত হয়েছে এবং শনাক্তের হার ২৩ দশমিক ৫২ শতাংশ।
এ ছাড়া করোনায় গত ২৪ ঘণ্টার মৃত্যু হয়েছে তিনজনের। এরা হলেন নওগাঁ জেলার আব্বাস উদ্দিন (৭০) ও পারভিন (৫০) এবং জয়পুরহাট জেলার আসাদুজ্জামান (৬১)।