বঙ্গবন্ধুর সমাধিতে মোজাফফর হোসেন পল্টুর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু।
আজ শনিবার দুপুরে যুব ও ক্রীড়া উপ-পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সুরা ফাতিহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-পরিষদের সদস্য সচিব সাবেক এমপি হারুন-অর-রশীদ, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত সাবেক ফুটবলার আবদুল গফফার, শেখ মো. আসলাম, হাসানুজ্জামান বাবলু, ইমতিয়াজ সুলতান জনি, সত্যজিৎ দাস রুপুসহ সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন।