বঙ্গবন্ধুর সমাধিসৌধে তিন দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে তিন দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন ।
আজ সোমবার (১৩ মার্চ) ওই কর্মকর্তা স্বাক্ষরিত একটি চিঠিতে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পন্ন করার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
মুঈনুল ইসলাম আরও জানান, গতকাল রোববার ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক এই আদেশ জারি করা হয়েছে।
ওই চিঠিতে আরও জানানো হয়, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন, তাই ১৭ মার্চ উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি ও নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই তিন দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।