বঙ্গবন্ধুর সমাধিতে স্বাস্থ্য শিক্ষার ডিজি ও মুগদা মেডিকেলের অধ্যক্ষের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমান।
নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এরপর ঢাকার মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে মহাপরিচালক ও অধ্যক্ষ সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।
এ সময় অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, সিলেট মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, পরিচালক ডা. মো. মনোয়ার হোসেন, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শিশু রোগ বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল মাহমুদসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।