বঙ্গবন্ধুর হাত ধরেই স্বাস্থ্যখাতের ভিত রচিত হয়েছিল : স্বাচিপ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই দেশের স্বাস্থ্যখাতের ভিত রচিত হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক নেতারা। তারা বলেন, সেই সময়ে বঙ্গবন্ধুর দূরদর্শিতার ফল আজকের এই সুন্দর স্বাস্থ্য কাঠামো, যা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
আজ বুধবার (২৯ মার্চ) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ‘অগ্নিঝরা মার্চ : বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন, নিনসের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম, ডা. সেলিম শাহী।
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, শোষণের বিপক্ষে বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই কাজ করে গেছেন। সেই সাথে নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য। তাঁর ৭ মার্চের ভাষণ বিশ্বখ্যাত হয়ে আছে। তার ডাকে দেশের মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞায় মাত্র সাড়ে ৯ মাসে জন্ম হয় বাংলাদেশের। বাংলাদেশের জন্ম বাইচাঞ্চ হয়নি। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম হয়েছে বাংলাদেশের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিনসের স্বাচিপ সভাপতি অধ্যাপক এম এস জহিরুল হক চৌধুরী ও সঞ্চালনা করেন স্বাচিপের নিনস শাখার সাধারণ সম্পাদক ডা. শিরাজী শফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।