বঙ্গবন্ধু এভিনিউয়ে রান্না হচ্ছে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি, জনতার ভিড়
রাজধানীর একদিকে চলছে বিএনপির গণসমাবেশ, অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রান্না হচ্ছে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি। বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ শনিবার দুপুরে এমন চিত্রই দেখা গেছে। নগরজুড়ে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য চলছে এই রান্নাবান্না।
সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তাঁর সঙ্গে আরও যোগ দেন ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ। তাঁদের সঙ্গে অবস্থান নেন বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণের জানমাল রক্ষা আমাদের পবিত্র দায়িত্ব। সেটা রক্ষার জন্যই আমাদের অবস্থান।’
মায়া বলেন, ‘বিএনপি যেন কোনো নাশকতা করতে না পারে, আগুন-সন্ত্রাস করতে না পারে, মানুষের জানমালে যেন আঘাত করতে না পারে, সেজন্য প্রধানমন্ত্রী আজ সকাল থেকে পাড়া-মহল্লায় জানমাল রক্ষার্থে কাজ করতে বলেছেন। সে আলোকেই আজ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সংগঠনের নেতাকর্মীরা ঢাকা শহরে ছায়ার মতো রয়েছে।’