বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, শ্রমিকনেতার বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. আবুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার বাদীপক্ষের আইনজীবী মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের আহ্বায়ক মো. ওসমান গনি বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার এজাহারে বাদী বলেন, আসামি আবুল হোসেনসহ অজ্ঞাত পরিচয় আসামিরা বঙ্গবন্ধু, তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় শ্রমিক লীগের নেতাদের নিয়ে কটূক্তি করেন। একপর্যায়ে আবুল হোসেন বাদী ওসমান গনিকে মারতে উদ্যত হন। আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে বাদীকে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যান আসামি। এ ঘটনায় বাদী আদালতে মামলা দায়ের করেছেন।