বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২২ কিলোমিটারজুড়ে যানবাহনের ধীরগতি
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কটিতে এক লেন বন্ধ রেখে অপর লেনে চালানো হচ্ছে যানবাহন। বন্ধ থাকা লেনে ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকছে গাড়ি। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখী মানুষেরা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ঈদে ঘড়মুখী মানুষ ও গরুবোঝাই যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে।
মহাসড়কটিতে যানজট নিয়ন্ত্রণে রাখতে কখনও ঢাকাগামী লেন বন্ধ রেখে উত্তরবঙ্গগামী লেনে, আবার কখনও উত্তরবঙ্গগামী লেন বন্ধ রেখে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল করছে। বন্ধ থাকা লেনে ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকছে গাড়ি। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন মহাসড়ক ব্যবহারকারীরা।