বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এতে অন্তত তিনটি স্পটে সৃষ্টি হয়েছে যানজট। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে পুলিশ বলছে, যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর ২২ কিলোমিটার মহাসড়কে সৃষ্ট অসংখ্য খানাখন্দ, ক্ষতিগ্রস্থ নলকা সেতু ও ফোরলেন নির্মাণ কাজ চলছে। এতে কড্ডা, নলকা ও পাচলিয়া এলাকায় আজ বৃহস্পতিবার অন্তত ১০ কিলোমিটার মহাসড়কজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এই তিনটি স্পটে থেমে থেমে যানযটও সৃষ্টি হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক আলী বলেন, ‘রাতে মহাসড়কটিতে যানবাহনের চাপ থাকায় যানজট সৃষ্টি হয়। তবে সকাল থেকে যানজট কেটে গেছে। বেশ কয়েকটি স্পটে যানচলাচলে ধীরগতি রয়েছে।’