বঙ্গবন্ধু স্মরণে নাইজেরিয়ার শিল্পী গাইলেন বাংলা গান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নাইজেরিয়ার পেশাদার কণ্ঠশিল্পী প্রিন্সেস বোলা ইজেজি গাইলেন কালজয়ী বাংলা গান—‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই...’।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন এই উদ্যোগ গ্রহণ করে। হাসান মতিউর রহমানের কথায় এবং মলয় কুমার গাঙ্গুলীর সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত গানটি বিদেশি এ শিল্পীর সুললিত কণ্ঠে এক বিশেষ দ্যোতনা তৈরি করে। এ গানের মধ্য দিয়ে দুদেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘনিষ্ঠতর করবে বলে আশা করা যায়। গানের ভিডিওটি মিশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে (https://voutu.be/NuU7kOg-29E)।
এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে নাইজেরিয়া পোস্টাল সার্ভিস একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছিল। ডাকটিকেটটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেফ্রি ওনেয়ামা গত বছরের ২৭ আগস্ট ভার্চুয়াল মাধ্যমে যৌথভাবে অবমুক্ত করেন।