বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
তৈরি পোশাকসহ কাপড়ের অন্যতম প্রধান মার্কেট রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘বেলা সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে, পুরোপুরি আগুন নির্বাপন করতে আরও ঘণ্টা খানেক সময় লাগবে।’
এ ঘটনায় বেলা ১২টা পর্যন্ত পাঁচজন দোকানদার ও তিনজন ফায়ার সার্ভিসের সদস্য আহতের খবর জানা গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে, কেউ নিহত হয়েছেন কি না তা জানা যায়নি। আগুনের ঘটনায় কী পরিমাণ সম্পদ হানি হয়েছে তাও ধারণার বাইরে।
আগুন নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মাইন উদ্দিন বলেন, ‘আগুন আর ছড়াবে না। নির্বাপনে আনতে সময় লাগবে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট কাজ করেছে। এছাড়া সেনাবাহিনীর দুই শতাধিককর্মী কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ, ওয়াসাও একসঙ্গে কাজ করছে।’
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, ‘২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজারের এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তখন ভবনে একটি ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়েছিল। এরপর ১০ বার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই ব্যবসা চলছিল।’
আজ সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করে।