বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
রাজধানীর বঙ্গবাজার এলাকায় আবারও আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবাজারের বিপরীত পাশে বরিশাল প্লাজায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর মো. ফরহাদুল আলম আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এনটিভি অনলাইনকে বলেন, আমরা ৮টা ৫মিনিটের দিকে বঙ্গবাজারের বিপরীত পাশে বরিশাল প্লাজায় ধোঁয়া দেখার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিট পরই ফায়ার সার্ভিসের গাড়ি পৌছায়। আমরা অতিরিক্ত সতর্কতার জন্যে ১৪টি ইউনিট পাঠিয়েছি।
মো. ফরহাদুল আলম আরও বলেন, বঙ্গবাজারের আগুনে ওই মার্কেটও আংশিক পুরে গিয়েছিল। সেই আগুন না কি নতুন করে আগুন লেগেছে, তা আমরা নিশ্চিত নই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা করছে।