বঙ্গবাজারে আগুন : সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৪৭টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে বিমান বাহিনীর একটি দল। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তারা।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাসেলুজ্জামান এ তথ্য জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও আমাদের কাছে আসেনি।’
মাইকিং করে এলাকাবাসীকে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সবাইকে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করতে বলা হচ্ছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে এসেছেন। যে যার মতো দোকান থেকে যতটুকু সম্ভব কাপড় বের করা যায়, সেই চেষ্টা করছেন। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার।