বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৩ ইউনিট
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট।
এছাড়া সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও আগুন নেভাতে কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল ঘটনস্থলে পাঠানো হয়েছে।’
এদিকে, আগুন নেভাতে আশপাশের এলাকাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।