বঙ্গবাজারে ২ হাজার পুলিশ কাজ করেছে : আইজিপি
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ বাহিনীর দুই হাজার সদস্য। আগুন নেভাতে রাজারবাগ পুলিশ লাইন থেকে নেওয়া হয়েছিল পাঁচটি ওয়াটার ক্যানন। একইসঙ্গে আগুন নিয়ন্ত্রণে পুলিশের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় দুই লাখ লিটার পানি সাপ্লাই দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আসার পর বিকেল সোয়া ৩টার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। এ সময় এসব তথ্য জানান তিনি।
আইজিপি বলেন, ‘আমরা ভোরবেলা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে ৭টার মধ্যে সব সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি, ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছে। আমরাও রাজারবাগ থেকে ৫টা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় দুই লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি, আমাদের প্রায় দুই হাজার ফোর্স এই এলাকায় দায়িত্ব পালন করেছেন।’
ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে আসি, তখন চারদিক থেকে কাজ করছিল ফায়ার সার্ভিস। র্যাব, বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছেন। সবকিছু মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।’
পুলিশ সদর দপ্তরের আগুন নিয়ে আইজিপি বলেন, ‘আমাদের একটি ব্যারাকেও আগুন লেগেছে। সেখানে থাকা আমাদের সব সদস্য নিরাপদে বের হতে পেরেছেন। তবে, মালামাল বের করতে পারিনি। এখন ডকুমেন্টস ও মালামাল কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে হবে।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে, জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আইজিপি আরও বলেন, ‘আগুন লাগার ঘটনা যখন ঘটেছে, তার আগে কোনো প্রস্তুতি ছিল না। ধীরে ধীরে আমরা শক্তি বৃদ্ধি করেছি, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। এখন পরিস্থিতি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও ঠিক রেখেছি। যার কারণে এত বড় ঘটনার পরও ঢাকার ট্রাফিক সচল ছিল।’
বঙ্গবাজারের আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘নাশকতার কোনো ঘটনা থাকলে তদন্তে বের হয়ে আসবে। আমরা সেই রিপোর্টের অপেক্ষায় থাকব। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেব।’
এর আগে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন পুরোপুরি নেভাতে আরও একঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।