বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি
বরাবরের মতো এবারও বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দরবার হলে রোববার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত শুরু হবে।
পরিবারের সদস্য ও বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সীমিত পরিসরে ঈদের নামাজ আদায় করবেন মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে ঈদের জামাতে অংশগ্রহণের পর সারা দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন।
এদিকে, বঙ্গবভন সূত্রে জানা গেছে, ঈদের জামাত আদায়ের পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভার্চুয়ালি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন।
রেওয়াজ অনুযায়ী, করোনাকালের আগে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া না হলে রাষ্ট্রপতি সাধারণত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন। কিন্তু, করোনাকাল এ রেওয়াজ থামিয়ে দিয়েছে। ২০২০ সালের পর থেকে তিনি সব কয়টি ঈদের নামজ বঙ্গভবনের দরবার হলে আদায় করেছেন।