বঙ্গোপসাগরে ধরা পড়ল ১০ মণের শাপলাপাতা মাছ!
পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১০ মণের বিশাল আকৃতির একটি শাপলাপাতা মাছ। গতকাল রাতে মাছটি ধরার পর আজ মঙ্গলবার সকালে মাছটি তোলা হয় বাগেরহাট কেবি বাজার মৎস্য আড়তে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।
কেবি বাজারের আড়ত থেকে মাছ ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার সাড়ে ৫২ হাজার টাকায় মাছটি কেনে নেন।
মাছ ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার বলেন, এই মাছটা কিনছি কেবি বাজারের অনুপ সাহার আড়ত থেইকা ৫২ হাজার পাঁচশ টাকায়। এই মাছ তো ২০ থেকে ২৫ জনে জাগাইতে পারে না। লাস্টে কেরেন (ক্রেন) দিয়ে ভ্যানে উঠাইছি। এখন দরগার বাজারে এই মাছটা কাইটা বিক্রি করমু।
বিশাল এ মাছটি দেখতে আসা স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘জীবনে এত বড় মাছ দেহি নাই। মাইকে প্রচার করে নিয়ে আইছে তাই শুনে মাছটি দেকতে আইলাম দরগার বাজারে।’
যাত্রাপুর থেকে মাছ দেখতে আসা আরেক দর্শক বলেন, ‘দরগার বাজারে এত বড় মাছ প্রায় ১০-১৫ মণ ওজন। এটা দেখার জন্য আমি যাত্রাপুর থেকে ছুটে আসলাম। এটা অনেক বড় একটা মাছ। আমার জীবনে এত বড় মাছ আমি দেখি নাই।’
তাদের মতো এক বৃদ্ধ ব্যক্তি বলেন, ‘শুনলাম বাজারে বড় একটা মাছ উঠিছে। মাছটা দেখার জন্য ছুটে আসলাম। এত বড় মাছ তো আমি আগে কখনো দেখি নাই।’