বড় ধরনের হামলা ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে বিএনপি : সেতুমন্ত্রী
বিরোধী দল বিএনপি সারাদেশে বড় ধরনের হামলা ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশে জঙ্গিবাদ নিষ্ক্রিয় মনে হলেও বিএনপি ছদ্মবেশে সক্রিয়। গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে।’
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর সেতু ভবনে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক আগেই গণতন্ত্র মুক্ত হওয়ায় বিএনপির আর গণতন্ত্র উদ্ধারের প্রয়োজন নেই।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নয়, মিথ্যাচার ও ষড়যন্ত্রের জন্য বিএনপিকে নিষিদ্ধ করতে হবে।
আ.লীগ নেতা বলেন, তার দল জনগণের জানমাল রক্ষায় রাজপথে থাকবে এবং নির্বাচন পর্যন্ত তাদের গণপ্রচার ও শান্তি সমাবেশ অব্যাহত রাখবে। তিনি বলেন, বিএনপির সঙ্গে তার দলের সংঘর্ষের কোনো ইচ্ছা নেই বলে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয় না।
অন্যদিকে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের কর্মসূচির দিনে পাল্টাপাল্টি কর্মসূচি থেকে বিরত থাকতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির এই নেতা বলেন, ‘দয়া করে কোনও পাল্টা কর্মসূচি রাখবেন না এবং বাধা দেবেন না। এ কারণে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে।’
এর আগে সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে পদ্মা সেতুসহ সব সেতুতে শুধু রাষ্ট্রপতিকে টোল অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।