বদলগাছীতে নির্বাচনি সহিংসতায় আহত আদিবাসী যুবকের মৃত্যু
নওগাঁর বদলগাছী উপজেলায় নির্বাচনি সহিংসতায় বিধান চন্দ্র ওরাও (২৫) নামে আহত সেই আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবক বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের চকাবীর গ্রামের গোপাল চন্দ্র ওঁরাওয়ের ছেলে এবং ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহিনুজ্জামন শাহিনের কর্মী।
এদিকে, এ মৃত্যুর সংবাদ জানার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ নভেম্বর বিলাশবাড়ি ইউপি নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মো. শাহিনুজ্জামান শাহিন বিজয়ী হন। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে শাহিন কর্মীদের নিয়ে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি পরাজিত প্রার্থী মিজানুর রহমানের গ্রামের বাড়ি এনায়েতপুর এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিলে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় বেধড়ক মারপিট করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে বিজয়ী প্রার্থী শাহিনের কর্মী বিধান চন্দ্রসহ ১০ থেকে ১২ জনকে আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিধান চন্দ্রের অবস্থার অবনতি ঘটলে সোমবার রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যায় মারা যান বিধান চন্দ্র ওঁরাও।
হামলা শিকার নব নিবাচিত ইউপি সদস্য মো. শাহিনুজ্জামান শাহিন অভিযোগ করে বলেন, ‘সোমবার বিকেলে আমি কর্মী-সমর্থক নিয়ে পরাজিত প্রার্থী মজনুর গ্রামের বাড়ি এনায়েতপুরে সৌজন্য সাক্ষাতে যাই। এ সময় মজনুর নেতৃত্বে তার কর্মীরা আমাকেসহ আমার কর্মীদের ওপর হামলা চালায়। এক পর্যায় তারা মসজিদের মাইকে প্রচার করে, আমরা মজনুর বাড়িতে হামলা করেছি। গ্রামের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে আমাদের বেধড়ক মারপিট করে। এতে আমিসহ আমার ১০ থেকে ১২ কর্মী আহত হয়। তাদের মধ্যে বিধান চন্দ্র আজ সন্ধ্যায় বগুড়া মেডিকেলে মারা যায়।
এসব অভিযোগ প্রত্যাখান করে পরাজিত প্রার্থী মিজানুর রহমান মজনু বলেন, ‘শাহিনুজ্জামান শাহিন বিজয় মিছিল নিয়ে আমার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’
নওগাঁর বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সংঘর্ষের ঘটনায় দুপক্ষই থানা অভিযোগ দিয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’