বনানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর বনানী ফুটওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ওই মোটরসাইকেল আরোহীর নাম জামিল আহমেদ শুভ (২৪)।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) এম শামসুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
এম শামসুর রহমান বলেন, ‘রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ও নিহতের মোটরসাইকেল থানায় নেওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ঢামেক ঢামেক মর্গে নেওয়া হয়।’
এসআই আরও বলেন, ‘বনানী থেকে মহাখালীগামী একটি ট্রাক ওই যুবকের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে নিহত হন তিনি।’