বনেই ফিরল বনের হরিণ
বাঘের তাড়ায় কিংবা খাদ্যের সন্ধানে মোংলার লোকালয়ে এসে আটকে পড়া একটি হরিণ উদ্ধারের পর বনে ফেরত পাঠানো হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় এ ঘটনা ঘটে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. এনামুল হক জানান, আজ সকাল ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজী বাড়ির পেছনে একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা। এরপর বন বিভাগের সদস্যদের খবর দেওয়া হলে সেখান থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণটির শরীরে ক্ষতচিহ্ন ছিল। কারণ হরিণটি বন থেকে লোকালয়ে এসে গাজী বাড়ির পেছনের সীমানা বেড়ার নেট জালে জড়িয়ে পড়ে। সেখান থেকে ছোটাছুটির চেষ্টা করলে হরিণটির শরীরে এই ক্ষত হয়। পরে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে এনে চিকিৎসা দিয়ে সকাল ৮টার দিকে আবারও বনে ছেড়ে দেওয়া হয়।
এ সময় চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, বন প্রহরী মো. মিজানুর রহমান, ওহিবুল ইসলাম, সিপিজি সদস্য এনামুল সরদার ও স্বপন মোল্লা উপস্থিত ছিলেন।
সহকারী বন সংরক্ষক মো. এনামুল হক বলেন, ‘প্রায় ১৮ থেকে ২০ কেজি ওজনের একটি পুরুষ মায়া হরিণ উদ্ধার হয়। এরপর চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে অথবা খাদ্যের সন্ধানে হরিণটি লোকালয়ে চলে এসেছে।’