বন্ধুদের সঙ্গে শঙ্খ নদে গোসলে নেমে নিখোঁজ যুবক
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে শঙ্খ নদে গোসলে নেমে ফারহান (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের মক্তেয়ারকুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ফারহান চট্টগ্রাম নগরের চাদগাঁও আবাসিকের বহদ্দার ফরিদারপাড়ার জামালখানের ছেলে।
স্থানীয়রা জানায়, ফারহান ঈদ উপলক্ষে কালিয়াইশ ইউনিয়নের মৈশামুড়া এলাকার আফজালপাড়ায় বেড়াতে আসেন। আজ দুপুর ২টার দিকে বন্ধুদের সঙ্গে পাশের মক্তেয়ারকুম এলাকায় শঙ্খ নদে গোসল করতে নামেন। এর এক পর্যায়ে ফারহান নিখোঁজ হয়ে যান। কিছুক্ষণ বন্ধুরা খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
সাতকানিয়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে যাই। এরপর স্থানীয় জেলেদের মাছ ধরার জাল দিয়ে ঘটনাস্থলের আশপাশে খুঁজি। কিন্তু তাঁর লাশ পাওয়া যায়নি। শঙ্খ নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ চলার কারণে সৃষ্ট খাদে আটকে যাওয়া অথবা স্রোতের তোড়ে ভেসে যেতে পারে বলে ধারণ করা হচ্ছে।
আগামীকাল শুক্রবার সকালের মধ্যে লাশের সন্ধান পাওয়া না গেলে ফায়ার সার্ভিসের ডুবুরীরা আবারও অভিযানে নামবে বলে জানান ওই স্টেশন কর্মকর্তা।