বন্ধুর জন্মদিন উপলক্ষে শীতলক্ষ্যায় গোসলে নেমে কিশোরের মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শীতলক্ষ্যায় ডুবে বিশ্বজিৎ বাসফোর (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহ সিমেন্ট ঘাট এলাকায় নিখোঁজ হয় সে। আজ শনিবার সকালে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে শীতলক্ষ্যার কাপাসিয়া অংশের একটি এলাকায় ওই কিশোরের লাশ উদ্ধার হয়েছে।
বিশ্বজিৎ বাসফোর শ্রীপুর পৌরসভার বিনয় বাসফোরের ছেলে। সে গত বছর শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, গত বৃহস্পতিবার বিশ্বজিতের বন্ধু বিজয়ের জন্মদিন ছিল। এ উপলক্ষে তারা ১০ থেকে ১১ জন বন্ধু শীতলক্ষ্যায় গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বিশ্বজিৎ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বন্ধুরা নদীতে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের টিম লিডার মিজানুর রহমানের নেতৃত্বে নদীতে নিখোঁজ কিশোরকে উদ্ধারে বৃহস্পতিবার বিকেলে পৌনে ৫টার দিকে অভিযান শুরু করে। রাতে বিরতি দিয়ে সকালে উদ্ধার অভিযান শুরু হয়। আজ শনিবার ভোরে শীতলক্ষ্যা নদীর কাপাসিয়া এলাকায় লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।