বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবার পেল ডিইউর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পাকাঘর
গত বছর সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্ব হারানোর ১০টি পরিবারকে নতুন পাকা ঘর নির্মাণ করে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি (ডিইউ) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে ১০ পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।
আজ সকালে ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ডিইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন ডিইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এ কে আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ফারজানা, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন প্রমুখ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রমে নেতৃত্ব দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব ভালো কাজে অবদান রাখছে। সেই ধারাবাহিকতায় ডিইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের ভালো কাজে অবদান রাখছে। সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায় এসে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এজন্য এই কাজের সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।’
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর গৃহহীনদের মধ্যে বিতরণ অব্যাহত আছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ১০টি পরিবারের মধ্যে পাকা ঘর বানিয়ে বিতরণ করছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ।’