বরগুনায় অটোরিকশাকে বাসের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩
বরগুনার আমতলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাস চাপা দিলে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। আজ শনিবার বেলা ১১টার দিকে আমতলীর এ কে স্কুল এলাকার ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নূপুর বেগম (৩২) ও তাঁর ছেলে হাসিব (১২)। এ ছাড়া নিহত আরেকজনের নাম লামিয়া (১৪) বলে জানা গেছে। তবে ওই কিশোরীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে পটুয়াখালী থেকে আমতলীগামী ‘মায়ের দোয়া’ নামে একটি যাত্রীবাহী বাস এ কে স্কুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এরপরই বাসটি একটি মাইক্রোবাসের পেছনে ধাক্কা দিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পোলে আটকে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।