বরগুনায় তিন দিনব্যাপী প্রবারণা উৎসব শুরু
বরগুনা সদর ও তালতলী উপজেলার রাখাইন পল্লিতে আজ বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রবারণা উৎসব। এ উপলক্ষে রাখাইন পল্লিগুলোতে বইছে উৎসবের আমেজ। সন্ধ্যা থেকেই এসব পল্লি থেকে আকাশে উড়ছে রং বেরঙের শত শত ফানুস।
তালতলীপাড়া, ছাতনপাড়া, নামিশেপাড়াসহ বিভিন্ন পাড়ার বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তিন দিনের এ উৎসবের সূচনা করা হয়। বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের একটি মাত্র রাখাইন পাড়ার ৩০টি পরিবারও আনন্দ আয়োজন আর ফানুস উড়িয়ে উদযাপন করছে প্রবারণা পূর্ণিমা।
আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে শুরু হয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এ উৎসবকে ঘিরে বিভিন্ন বৌদ্ধবিহারগুলো সাজানো হয়েছে নতুন সাজে।
এদিনে রাখাইনরা আপ্যায়ন, অভিলাস পূরণ, ধ্যানশিক্ষা ও কর্মসম্পাদনের লক্ষ্যে প্রতিদিন সকালে পরিষ্কার পোশাকে বিভিন্ন বিহারে গমন করে।
তালতলী রাখাইন সম্প্রদায়ের নেতা মি. মন খেলা বলেন, ‘বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এদিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উপজেলার ১৩টি রাখাইন পাড়ার এ উৎসব একযোগে পালন করেছে।’