বরগুনায় সাংবাদিক আজিমের শাস্তির দাবিতে মানববন্ধন
সনাতন ধর্মাবলম্বী স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃত সময় টিভির স্টাফ রিপোর্টার এম এ আজিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিক আজিম ও তাঁর সহায়তাকারী সময় টেলিভিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বরগুনা এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ বরগুনার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস, পাবলিক পলিসি ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, পরিবেশ আন্দোলন বরগুনার সভাপতি সুখরঞ্জন শীল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন শীল, সার্বজনীন আখড়া কমিটির সভাপতি সন্তোষ কর্মকার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ ওয়ালিউল্লাহ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ শিকদার শিবু, পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন কর্মকারসহ স্থানীয় পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
মানববন্ধনে সময় টিভির স্টাফ রিপোর্টার এম এ আজিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয় নেতারা।