বরিশালে আদালত প্রাঙ্গণসহ নগরীতে নিরাপত্তা জোরদার
সারা দেশের মতো বরিশালেও আদালত প্রাঙ্গণসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে বরিশাল আদালত প্রাঙ্গণের প্রধান ফটকসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে।
আদালত প্রাঙ্গণে আসা রাসেল হোসেন জানান, সকালে ঢোকার সময় আমার সঙ্গে থাকা ব্যাগ ও আমার শরীরে তল্লাশি করে পুলিশ। শুধু আমি না সবাইকে তল্লাশি করে ঢোকানো হচ্ছে।
মোটরসাইকেলচালক মাইনুল ইসলাম জানান, গাড়ি নিয়ে মেডিকেলে যাওয়ার পথে কাকলির মোড়ে দাঁড় করিয়ে তল্লাশি করা হয় আমাকে। আগে এভাবে করত না। কিন্তু হঠাৎ করে আজকে এমনটা করল।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে আমরা আদালত প্রাঙ্গণসহ নগরীতে নিরাপত্তা জোরদার করেছি। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি আদালতের কিছু গুরত্বপূর্ণ জায়গায় সবাইকে প্রবেশ ও বের হওয়ার সময় নিরাপত্তা কঠোর রাখা হয়েছে। থানা বা জেলখানা থেকে আসামি আনা নেওয়ার স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’