বরিশালে ইলিশ ধরায় ৪ জনের কারাদণ্ড
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করায় ছয়জনকে আটক করেছে হিজলা নৌ-পুলিশ। আজ শুক্রবার ভোররাতে এই অভিযান চলে। এ সময় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়।
আটকদের মধ্যে ভ্রাম্যনমাণ আদালতের মাধ্যমে চারজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হিজলা নৌ-পুলিশ ইউনিটের ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, ‘রাত ১২টার পর থেকে মৎস্য কর্মকর্তাদের ও কোস্ট গার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে আটক করা হয়।’
বিকাশ চন্দ বলেন, ‘আটকদের মধ্যে হিজলা উপজেলার পূর্ব খাগেরচর এলাকার সাইফুল মল্লিক (৩০), নাজমুল শিকদার (২৫), নুরুল ইসলাম তালুকদার (২৭) ও চর বিশোরের কাওসার মোল্লাকে (২৫) এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার।’
বিকাশ চন্দ্র দে আরও বলেন, ‘আটক হওয়া চর বিশোর এলাকার মো. মিরাজ (১৬) ও মো. ইমরান (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে ছেড়ে দেওয়া হয়।’
এ ছাড়া জব্দ হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।