বরিশালে ছয়টি হরিণের চামড়া ও ৩৭ কেজি মাংসসহ ৪ জন আটক
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছয়টি হরিণের চামড়া ও ৩৭ কেজি মাংসসহ চার জনকে আটক করেছে পুলিশ। উপজেলার রাজিহার ইউনিয়নের একটি হরিণের খামার থেকে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে চামড়া ও মাংসসহ তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আগৈলঝাড়া উপজেলার একটি হরিণের খামারের মালিক জেমস মৃদুল হালদার, খামারের অফিস সহকারী খোকন সরকার, খামারের নৈশপ্রহরী সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার। তাঁদের মধ্যে তিন জনের বাড়ি আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় হলেও বিপ্লব সরকারের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায়। তাঁর মাধ্যমেই হরিণের মাংস পাচার করার প্রক্রিয়া চলছিল বলে ধারণা পুলিশের।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজিহার ইউনিয়নের হরিণের খামারে অভিযান পরিচালনা করলে সেখানে পাচার ও স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ছয়টি হরিণের চামড়া ও ৩৭ কেজি মাংস জব্দ করা হয়। আটক করা হয় ওই খামারের মালিকসহ চার জনকে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।