বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের ওপর হামলা
বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের হামলায় আহত হয়েছেন সিনিয়র সাংবাদিক আলম রায়হান। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গতকাল শনিবার রাতে বরিশাল নগরীর বটতলা এলাকায় জেলা পরিষদ মার্কেটের পেছনে স্থানীয় দৈনিক দখিনের সময় পত্রিকা কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আলম রায়হান জানান, ওই এলাকার বাসিন্দা তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অতর্কিতভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে। এ সময় উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হয় তারা। তাদের হামলায় দখিনের সময়ের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাফিজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউরও আহত হন।
হাফিজ ও মশিউর জানান, দুজন শ্রমিক অফিসের সামনের জায়গাটায় পানি জমে বলে সেটি পরিষ্কার করার জন্য বালু ফেলছিল। এ সময় তৌহিদসহ কয়েকজন এসে মারধর শুরু করে এবং সামনে একটি ডোবায় ধাক্কা দিয়ে ফেলে দেয় শ্রমিকদের। তাদের উদ্ধারে এগিয়ে গেলে দখিনের সময় পত্রিকার সম্পাদক আলম রায়হানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এরপর অফিসে ঢুকে আমাদের মারধর করে।
আলম রায়হানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার দায়ে অভিযুক্ত সিদ্দিক বলেন, ‘ঘটনার সময় আমি বরিশালেই ছিলাম না। তার পরও আমার নাম কেন বলা হচ্ছে, বুঝতে পারছি না। তৌহিদের সঙ্গে আলম রায়হানের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। কিছুদিন আগে আরও একবার এই দুইপক্ষের মধ্যে মারামারি হয়। তখন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যত দূর শুনেছি গতকাল রাতে বাড়ির সীমানায় তৌহিদের দেওয়া সীমানা বেড়া লোকজন নিয়ে ভাঙতে গিয়েছিলেন আলম রায়হান। তৌহিদ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের লোকজনই আহত হয়েছে।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, হামলার অভিযোগ করে পুলিশকে খবর দিলেও ঘটনাস্থলে গিয়ে বিপরীত চিত্র দেখা যায়। তার পরও এই ঘটনায় মামলা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।