বরিশালে জেলেদের হামলায় নৌ-পুলিশের এসআই আহত
বরিশালে জাটকা নিধনবিরোধী অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে নৌপুলিশ। এতে বরিশাল সদর নৌথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎসহ ট্রলারের মাঝি সোহরাব হোসেন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বুখাইনগরের কালাবদর নদীতে এই হামলায় আহত পুলিশ কর্মকর্তা এবং মাঝিকে লাহারহাট ফেরিঘাটের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নৌপুলিশ জানায়, জাটকা নিধনবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই প্রসেনজিতের নেতৃত্বে একটি টিম আজ দুপুরে নদীতে নামেন। বেলা ৩টার দিকে তাদের কাছে খবর আসে বুখাইনগরের কালাবদর নদীতে অভয়াশ্রমে জেলেরা জাল ফেলেছে। আভিযানিক দলটি খবর পেয়ে সেখানে গিয়ে কারেন্টজালসহ দুটি নৌকা জব্দ করে। এ সময় তিনটি ট্রলারযোগে অন্তত ৩০ থেকে ৪০ জেলে এসে পুলিশের ট্রলারকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। উদ্ভুত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে পুলিশের ট্রলারটি পিছু হটলে জেলেরা ট্রলার নিয়ে তাদের পিছু নেয় এবং এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় কয়েকটি ইট এসে পুলিশ কর্মকর্তা প্রসেনজিৎ এবং ট্রলারের মাঝির শরীরে পড়লে তারা আহত হন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল সদর নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানাত জামান জানান, জেলেদের হামলার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশের আরেকটি দল পাঠানো হয়েছিল। কিন্তু এর আগেই আহত পুলিশ কর্মকর্তা তার দল নিয়ে লাহারহাট ঘাটে চলে আসেন এবং সেখানকার একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন।
ওসি আরও বলেন, এই হামলার সঙ্গে যেসব জেলে জড়িত তাদের সবার বাড়ি হাজিরহাট এলাকায়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।