বরিশালে প্রস্তুত ৩২ হাজার স্বেচ্ছাসেবক, ৫১ আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় বরিশালে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে জেলায় এক হাজার ৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে; যেখানে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। দুর্যোগ মোকাবিলায় বরিশাল অঞ্চলে ৩২ হাজার ৫শ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। স্বেচ্ছাসেবকরা সম্ভাব্য দুর্যোগের বিষয়টি জনগণের মাঝে প্রচার করছে।
অপরদিকে, জনসাধারণকে সচেতন করতে সব স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সিপিপি, রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে। একাধিক মেডিকেল টিমের পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
ঘূর্ণিঝড় মোকাবিলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বিভাগীয় উপ-পরিচালক শাহাবুদ্দিন মিয়া জানান, বরিশাল অঞ্চলে ৩২ হাজার ৫শ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। স্বেচ্ছাসেবকরা সম্ভাব্য দুর্যোগের বিষয়টি জনগণের মাঝে প্রচার করছে।
বিভাগীয় কমিশনার আমিন উল আহসান জানিয়েছেন, বিভাগের ছয় জেলার জেলা প্রশাসককে ঘূর্ণিঝড় মোকাবিলায় সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।