বরিশালে ব্যানারে রওশনের ছবি থাকায় পণ্ড জাতীয় পার্টির সভা
বরিশালে ব্যানারে রওশন এরশাদের ছবি থাকায় গোলযোগে পণ্ড হয়ে গেছে জাতীয় পার্টির সাংগঠনিক সভা। গতকাল শুক্রবার রাতে বরিশালের সদর রোডে কীর্তনখোলা মিলনায়তনে এই ঘটনা ঘটে।
এ সময় রওশন এরশাদের ছবি থাকায় বিক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা ব্যানার ছিঁড়ে ফেলে। পরে সভা ত্যাগ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও তাঁর স্ত্রী সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমিন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানায়, ব্যানারে রওশন এরশাদের ছবি দেখে ক্ষিপ্ত হয়ে উঠে নেতাকর্মীরা। একপর্যায়ে পার্টির কো-চেয়ারম্যানের সামনে ব্যানার ছিঁড়ে ফেলে। এই নিয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মুর্তজা আবেদীনের সঙ্গে বিক্ষুব্ধদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরিস্থিতি শান্ত করে ঘটনাস্থল ত্যাগ করেন রুহুল আমিন হাওলাদার ও তাঁর সঙ্গে আসা কেন্দ্রীয় নেতারা।
বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘নেতাকর্মীরা ব্যানারে রওশন এরশাদের ছবি দেখে হট্টগোল করে।’
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মুর্তজা আবেদীন বলেন, ‘মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপসের সাত থেকে আটজন সমর্থক এসে সভায় হট্টগোল করে। পরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভার ব্যানারে হাবুল ও তাপসের ছবি না থাকায় তারা হট্টগোল করে।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না বলেন, ‘এ ঘটনা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাইকে মিলিয়ে দিয়েছেন। এখন আর কোনো সমস্যা নেই।’
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের সদস্য সচিব ইকবাল হোসেন তাপস বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না তাই বিস্তারিত কিছু জানি না। তবে আমরা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দলকে যারা দ্বিখণ্ডিত করতে চায়, তারা ব্যানারে বিভিন্ন জনের ছবি ব্যবহার করে গোলমাল করছে।’
মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘ব্যানারে রওশন এরশাদের ছবি থাকার খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের বিরোধিতার মুখে পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির সাংগঠনিক সভাও স্থগিত করা হয়েছে। এসব জেলাতেও সভা করার কথা ছিল কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের।’