বরিশাল ও ভোলায় ১৭ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মেঘনা নদী ও ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন হমান।
লেফটেন্যান্ট এস এম তাহসিন হমান জানান, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন ভোলা বেইস ও কালিগঞ্জ স্টেশন পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় এমভি কনকচাঁপা ফেরিতে থাকা একটি মাইক্রোবাস থেকে বস্তাবোঝাই ২০ লাখ মিটার জাল পাওয়া যায়।
এ ছাড়াও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে একটি ইঞ্জিনচালিত স্টিল বডি বোট থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি পঞ্চাশ লাখ টাকা।
লেফটেন্যান্ট তাহসিন হমান জানান, জব্দকৃত এসব কারেন্ট জাল মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।