বর্তমান প্রধানমন্ত্রী অতীতে কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানেননি : মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘৯৯৪-৯৫-৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন কেয়ারটেকার সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেব না এবং কেয়ারটেকার সরকার ছাড়া অন্য কোনো সরকারকে নিরপেক্ষ মনে করি না ।’
আব্দুল আউয়াল মিন্টু আজ শনিবার (৮ এপ্রিল) মৌলভীবাজার শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, কেয়ারটেকার সরকার ছাড়া নিরপেক্ষ সরকার হয় না, নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হয় না, নিরপেক্ষ সরকার ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় না। অথচ তিনিই বর্তমানে বলছেন, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবেনা।’
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ুন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানি, জেলা বিএনপির উপদেষ্টা ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ অন্যান্যরা।
ইফতারের পূর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।