বহিষ্কারের খবরে ‘বিস্মিত’ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাঁর বহিষ্কারের খবর পাওয়া যায়।
চিঠিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ করার সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হল। এ আদেশ শিগগিরই কার্যকর করা হবে।
এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করা তৈমূর আলম খন্দকারকে বহিষ্কার করেছে বিএনপি।
এর কয়েক দিন আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়। এর আগে গত ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদ থেকেও তৈমূর আলমকে প্রত্যাহার করা হয়। এ টি এম কামাল তৈমূর আলমের নির্বাচনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
‘আমি বিস্মিত হয়েছি’
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য পদ হারানো সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, আমাকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। আমি বিস্মিত হয়েছি, বহিষ্কারের চিঠি আমার কাছে আসার কথা। কিন্তু, আমি পাইনি।’
মঙ্গলবার রাতে বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন।
এ টি এম কামাল আক্ষেপ করে বলেন, ‘শুধু এ দলের জন্য রাজপথে বহু নির্যাতন সহ্য করেছি, রিমান্ডে নিয়েছে। অর্থনৈতিকভাবে পরিবার বিধ্বস্ত, বিপর্যস্ত এখন।’
এ টি এম কামাল আরও বলেন, ‘আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সে আদর্শ থেকে কেউ সরাতে পারবে না। দল যদি মনে করে—তাদের প্রয়োজন নেই, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এ সিদ্ধান্ত মাথা পেতে নেবে। এতদিন দলের গুরুত্বপূর্ণ পদ নিয়ে রাজপথে ছিলাম, এখন সাধারণ সমর্থক হিসেবে থাকব। আমৃত্যু দলের জন্য কাজ করে যাব।’
দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য বহিষ্কৃত এ নেতা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে দল হয়তো শৃঙ্খলা ভঙ্গ মনে করবে না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’