বাঁচল না ছোট্ট মুরসালীন
ছোট্ট শিশু মুরসালীন। আগুনে তার শরীরের অন্তত ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। অনেক চেষ্টার পরেও দুই বছরের মুরসালীনকে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটি শেষ নিশ্বাস ত্যাগ করে। ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন আজ রোববার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সামন্ত লাল সেন বলেন, ‘ছেলেটার জন্য খুব খারাপ লাগছে। আসলে ওর শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না আমাদের।’
সামন্ত লাল সেন আরও বলেন, ‘বাচ্চা ছেলেটা মারা গেল। এখন ওর বাবা-মা দুজন, কারও অবস্থাই ভালো না। বাবা সোহেলের অবস্থা তো ভয়ংকর খারাপ। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আমাদের আসলে সচেতন হওয়া উচিত। গ্যাস লিকেজ ও মশার কয়েল থেকে আগুনে পোড়ার খবর প্রায়ই শুনি। রোগীও পাই নিয়মিত।’
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে একটি টিনশেডের বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এতে এক পরিবারের তিনজন দগ্ধ হয়। তিনজনের অবস্থাই গুরুতর ছিল। তার মধ্যে মুরসালীন মারা গেল। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ অন্য দুজন হলেন—মো. সোহেল (৩৫) ও তাঁর স্ত্রী লাবণী আক্তার (২৫)। শনিবার ভোর ৫টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।