‘বাঁধের ভাঙন মেরামত ছাড়া আপাতত পথ দেখছি না’
পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবীর বিন আনোয়ার বলেছেন, ‘প্রতি মুহূর্তে ব্যাথমেটিক সার্ভে করে দেখা হচ্ছে কোথায় ক্রটি আছে কি না। এখন পর্যন্ত কোনো বিপদের আশঙ্কা দেখছি না। হার্ড পয়েন্টে সমস্যা হয়েছিল তা দ্রুত সংস্কার করা হয়েছে। আবারও সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধান করা হবে। এছাড়া নদীর সঙ্গে যুদ্ধ করার পথ আপতত দেখছি না।’
পানিসম্পদ সচিব আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের পুরাতন জেলখানা এলাকায় ধসে যাওয়া অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
এ সময় সচিব আরও বলেন, ‘সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ভাঙন দেখা দিলে সঙ্গে সঙ্গে ভাঙন রোধ করা হবে। এজন্য বালি, জিও ব্যাগ, সিসি ব্লক রেডি করে রাখা হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই হার্ডপয়েন্ট থেকে আরও উজানে আন্ডার ওয়াটার সার্ভে (ব্যথমেটিক) গত তিন দিন ধরে করা হচ্ছে। গত মাসেও করা হয়েছিল। এটি কন্টিনিউ চলতে থাকবে।’
এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।