বাঁশখালীতে ইটবোঝাই ডাম্পার চাপায় শিশু নিহত
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে ইটবোঝাই ডাম্পার ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ তারেকুল ইসলাম (৯)।
আজ শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ্ মিয়াজী বাজারের দক্ষিণে পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই শিশুটি গাড়িতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শিশু মো. তারেকুল ইসলাম একই ইউনিয়নের বাঁশখালা গ্রামের মেহের বাপের বাড়ির ৪ নম্বর ওয়ার্ড বাঁশখালা গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে। নিহত ওই শিশু পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, বাহারছড়ার ইউনিয়নের পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কের কাজে নিয়োজিত ইটবোঝাই ডাম্পারটি দক্ষিণ দিক থেকে দ্রুতগতিতে এসে শিশু তারেকের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যায় সে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু জাফর বলেন, সরকারি বেড়িবাঁধের কাজে ব্যবহৃত ইটবোঝাই একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় অসতর্কতাবশত শিশুটি নিহত হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে এলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।