বাংলাদেশকে বাঁচাতে হলে আ.লীগকে বাঁচাতে হবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের শেষ শক্তি প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের মুক্তিযুদ্ধ ও অর্থনীতিকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল মঞ্চের প্রথম পর্বের আলোচনায় সাধারণ সম্পাদকের বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ওবায়দুল কাদের সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন সংস্থার প্রধানদের স্বাগত জানিয়ে বলেন, আওয়ামী লীগের এ সম্মেলন এমন এক সময়ে হচ্ছে যখন বিশ্বের অর্থনীতিতে গভীর সংকটময় অবস্থা চলছে।
এসময় বিএনপির আন্দোলনের তীব্র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমরা ২০১৪ ও ২০১৮ সালেও দেখে এসেছি বিএনপির আন্দোলনের ফলাফল। বিএনপির আন্দোলন ফলাফল হলো অশ্বডিম্ব। বিএনপির আন্দোলন কখনো সফল হয়নি, হবেও না।
দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী নিজ দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনাকে বহুবার হত্যা চেষ্টা করা হয়েছে। বিএনপি ১০ ডিসেম্বর সরকার হটানোর ষড়যন্ত্র করেছিল। কিন্তু ঘোড়ার ডিম পেরেছে। আগামী ৩০ ডিসেম্বরও পারবে না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করে ওবায়দুল কাদের বরাবরের মতো ‘খেলা হবে’ স্লোগান ধরে বলেন, ‘এবার খেলা হবে। খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, টাকা পাচারের বিরুদ্ধে। এ খেলায় আমাদের জিততে হবে।’