বাংলাদেশে কোনো নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার হবে না : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না, কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনের নির্বাচন হবে এবং সেটির দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন।’
টাঙ্গাইল সার্কিট হাউসে আজ শনিবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
এ সময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক আরও বলেন, ‘নির্বাচনের এখনও আড়াই বছর বাকি রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও বিএনপি হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুঃশাসন, অপশাসন, জঙ্গি তোষণ, সন্ত্রাস, অর্থনীতিকে ধ্বংস করার কারণে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তারা আন্দোলনের ডাক দিলে জনগণ সাড়া দেয় না।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আন্দোলনকে দেখে আমরা ভয় পাই না। ২০১৩ সালে মোকাবিলা করেছি, ২০১৫ সালে করেছি, হেফাজতকে মোকাবিলা করেছি। ইনশাআল্লাহ, আগামী দিনে... আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সক্ষমতা, তারা অনেক সুশৃঙ্খল, তারা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছে, জঙ্গিদের মোকাবিলা করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রশংসা অর্জন করেছে। কাজেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচন কমিশনকে, আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ সহায়তা করা এবং সুষ্ঠু-সুন্দর নির্বাচনের একটা ব্যবস্থা করে দেওয়া।’
পরে, শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী। জেলা শ্রমিক ফেডারেশনর সভাপতি মো. বালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, ছানোয়ার হোসেন ও তানভীর হাসান ছোট মনির প্রমুখ।