বাংলাদেশে গুম শব্দটি নিয়ে এসেছে আওয়ামী লীগ : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশে গুম শব্দটি নিয়ে এসেছে আওয়ামী লীগ। কেউ যদি স্বাধীনতার পক্ষে কথা বলে, সত্য কথা বলে, গণতন্ত্রের কথা বলে তাহলে এই সরকারের পক্ষ থেকে তার জন্য একমাত্র পুরস্কার গুম। দিনের বেলায় অথবা রাতের বেলায়, কালো গ্লাসের গাড়িতে করে এসে তাকে তুলে নিয়ে যাবে। তার আর কোনো হদিস পাওয়া যাবে না।’
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস মাত্র’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘এই সরকার গণতান্ত্রিক আন্দোলনে ব্যবহার করেছে গুম ও বিচারবহির্ভূত হত্যা। রাজপথকে রক্তাক্ত করেছেন, উপহাস করে আবার আন্দোলনের বিলাস বলছেন।’
ওবায়দুল কাদেরকে ‘গুপি গাইন বাঘা বাইন’-এর সঙ্গে তুলনা করেছেন রিজভী বলেন, “সত্যজিৎ রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’ আছে। তেমনি বাংলাদেশের একজন গুপি গাইন আছে, শুধু মিথ্যার গান গেয়ে যান, তিনি হচ্ছেন ওবায়দুল কাদের। উনি নিজেকে বাংলাদেশের বিবেক নির্দেশিত ব্যক্তি ভাবেন। তিনি যে অকপটে মিথ্যা কথা বলছেন, সেটা তিনি বুঝতে পারেন না।”
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘জিয়া পরিবারের বিরুদ্ধে এই সরকার ক্রমাগতভাবে কটূক্তি করে আসছে। এই সরকারের এ ছাড়া তো আর কোনো কর্মসূচি নেই, আর তো কোনো কাজ নেই। টাকা লোপাট, টাকা পাচার, জমি দখল, সবকিছু করেছে তাদের আর কিছু কাজ আছে? কাজ নেই।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব বলেন, ‘এই দেশে বর্তমানে গুন্ডাপান্ডা হচ্ছে মহিমান্বিত, আর যিনি স্বাধীনতার ঘোষক, অন্ধকার দুঃসময়ে এই জাতিকে আলোর দিশা দেখিয়েছেন, তিনি আজ এই সরকারের দ্বারা নানাভাবে আক্রান্ত। যিনি গণতন্ত্রকে বারবার ফিরিয়ে এনেছেন, সেই খালেদা জিয়া এই সরকারের দ্বারা নানাভাবে আক্রমণের শিকার। সাক্ষী, প্রমাণ ছাড়াই মিথ্যা মামলায় তাঁকে বন্দি করে রাখা হয়েছে। এতেই বোঝা যায়, এই সরকারের মধ্যে ন্যায় নীতির কোনো বালাই নেই।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্রয়হীনদের জন্য প্রকল্প করেছেন। সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী বলছেন, এটাকে ইট দিয়ে, হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এটার পেছনে যে লক্ষ-কোটি টাকার দুর্নীতি হয়েছে এটা প্রধানমন্ত্রী উল্লেখ করছেন না। তিনি হাতুড়ি-শাবল উল্লেখ করছেন। অর্থাৎ, তিনি দুর্নীতির পক্ষে, দুর্নীতিবিরোধী নন। যারাই আশ্রয়ন প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের কিন্তু তিনি ধরলেন না। তিনি অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন।’
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকারকে টিকে থাকতে হলে জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ, স্বাধীনতায় তাদের কোনো অর্জন নেই। সব অর্জন জিয়াউর রহমানের। তাই তারা জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এই মিথ্যা অপপ্রচার চালিয়ে লাভ নেই, দেশের জনগণ তা ভালো করেই জানে।’
সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপিনেতা ড. কাজী মনিরুজ্জামান মনির, এম জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।