বাংলাদেশ-ভারতের মৈত্রী ৫০ বছরের : দোরাইস্বামী
বাংলাদেশ-ভারতের মৈত্রী ৫০ বছরের বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। আজ সোমবার সকালে ভারত সরকারের সহযোগিতায় দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি মন্দিরে নির্মিত শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দির মাল্টিপারপাস হল রুম উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর রায়সাহেব দেবোত্তর এস্টেটের এজেন্ট ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকশী বাচ্চু।
এ সময় প্রধান অতিথি বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ৫০ বছরের। আর এই সম্পর্কের কথা পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অনেক উন্নতি করেছে।’
দোরাইস্বামী দিনাজপুরের কথা তুলে ধরে বলেন, ‘দিনাজপুরে ৩০০ বছরের পুরোনো মন্দির আছে। যা ভারত থেকে পর্যটক এই মন্দির দেখতে আসে। এতে বাংলাদেশের অনেক রাজস্ব আয় হয়।’ তিনি বলেন, ‘ট্যুরিজম একটি বড় খাত। এই খাতে আয় বাড়াতে পর্যটকদের আকৃষ্ট করতে হবে।’
পরে ভারতের হাইকমিশনার কান্তজিউ মন্দির ও দীপ্ত জীবন হাসপাতাল পরিদর্শন করেন।