বাংলাদেশ সবচেয়ে কম দামে করোনার টিকা পাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ সবচেয়ে কম দামে করোনাভাইরাসের টিকা পাচ্ছে বলে আজ সোমবার জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সিরাম ইনস্টিটিউট থেকে ভারত সরকার যে দামে টিকা কিনবে, চুক্তি অনুযায়ী সেই দামে বাংলাদেশও টিকা পাবে।
করোনা ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ করোনা মোকাবিলায় ভালো করছে। তিনি জানান, আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রায় দ্বিগুণ হচ্ছে স্বাস্থ্য খাতের বাজেট।
দেশের চিকিৎসাক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা এবং সেবার মান ও সুযোগ-সুবিধা বাড়াতে, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে বিল বিবেচনার জন্য উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় বিলের ওপর জনমত যাচাই এবং বিলটির বিভিন্ন দফায় সংশোধনী প্রস্তাব দেন বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য। আলোচনায় করোনা ব্যবস্থাপনায় দুর্নীতি এবং সরকারের সমালোচনা করেন বিএনপির কয়েকজন সংসদ সদস্য।
রুমিন ফারহানা বলেন, ‘নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করেছে যে জিএমআই কোম্পানি, সে কোম্পানিটি এতই শক্তিশালী এখন টিকাদানের জন্য তাদের থেকে সিরিঞ্জ নেওয়া হচ্ছে।’
হারুন অর রশিদ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় কি দুর্নীতির ডিপোতে পরিণত হয়নি? ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সরকার থেকে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। এখন সিআইডি বলছে, মেডিকেলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?’
জবাবে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, পৃথিবীর অনেক দেশের চেয়ে করোনা মোকাবিলায় সফল বাংলাদেশ।
জাহিদ মালেক বলেন, ‘যেখানে আমাদের দুর্নীতির ব্যাপার হয়েছে সেখানেই আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা ছাড় দেইনি। আমরা চেয়েছি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হোক এবং সেটার চেষ্টাই আমরা করে যাচ্ছি। বাজেট প্রায় ডাবল হয়ে যাচ্ছে স্বাস্থ্য খাতে আগামী পাঁচ বছরে।’
করোনার টিকার দাম নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানান, চুক্তি অনুযায়ী ন্যায্য দামেই করোনার টিকা কেনা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘আমরাই সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছি। ভারত সরকার সিরামের কাছ থেকে যে দামে ভ্যাকসিন ক্রয় করবে, আমাদের সাথে চুক্তি যেটা, সেটার মধ্যে আছে আমাদের সে দামই দিতে হবে।’
পরে কণ্ঠভোটে সংসদে পাস হয় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’।